আমার জীবনের গল্প পর্ব ৫৫

অনলাইনের কোন প্ল্যাটফর্ম থেকে নেওয়া না সম্পূর্ণ আমার জীবনের গল্প তুলে ধরছি

আমরা আমাদের জীবনটাকে ইসলামিক ভাবে পরিচালনা করতে চাই আমরা সুখে শান্তিতেও থাকতে চায় আল্লাহ আমাদেরকে ভালো জীবন দান করেছেন কিন্তু আমরা আমাদের জীবনটাকে সঠিকভাবে পরিচালনা করতে পারছি না৷ 

কারণ আমরা দুনিয়ার জীবনকে রক্ত দিয়ে ফেলি টাকা পয়সার পেছনের ছুটে নিজেদের জীবন পার করে দেই একটা গোলকধার ভিতর পড়ে আছি আমরা সব কিছু জানি নিজেকে চালাতে পারছি সেই মোতাবেক৷ 

সৃষ্টিকর্তা আমাদেরকে ক্ষমা করবেন কিনা কিন্তু বিচারের পর দোজখের আগুন আমাদের পক্ষে করা সহ্য করা সম্ভব না৷ 

কিভাবে আমরা এই কঠিন শাস্তি থেকে জানিনা কি কর্তার কাছে ক্ষমা চাওয়া ছাড়া কোন উপায় নাই৷ আমরা জানি আমাদের ফোনটা করা উচিত আর কোনটা করা উচিত নয় কিন্তু আমাদের চারপাশটা এত আকর্ষণ দিয়ে তৈরি করেছেন আমাদেরকে পরীক্ষা করার জন্য আমরা নিজেদেরকে কল করে রাখতে পারি না৷ 

আমরা বারবার গায়ে পড়ে যায় আমরা জানি না এর থেকে আমরা কবে রেহাই পাব কবে নিজেদেরকে শুধরে ভালো জীবনে প্রবাহিত করতে পারবো৷ জাহান্নামের আগুনের হাত থেকে রক্ষা করতে পারবো৷ 

আমরা সবাই লাইফে সেটেলমেন্ট হতে চাই সেটেলমেন্ট বলতে বর্তমান সমাজে অতিরিক্ত কিছু টাকা অর্থ সম্পদ এগুলোকে আমরা বুঝি৷ কিন্তু আমাদের আসল সেটলমেন্ট পরকালে দুনিয়ার এগুলা ক্ষণস্থায়ী কিন্তু আমাদের চলার পথে এগুলোর প্রয়োজন হয় এজন্য 

 

আমরা সমাজ রক্ষার জন্য নিজেদের মান-সম্মান জন্য লেবেল তার জন্য আমরা এই দুনিয়ার মোহে নিজেকে বারবার জড়িয়ে ফেলি আল্লাহ ক্ষমা করে দিন আল্লাহ আমাদেরকে ক্ষমা না করলে আমাদের রক্ষা নাই৷ 

সারা জীবন আল্লাহ আমাদেরকে রাখবেন আর আমরা আল্লাহর ইবাদত করব এর জন্যই আমাদের দুনিয়াতে সৃষ্টি করা হয়েছে৷ 


Ariful Hasanrakib

146 Blog Mensajes

Comentarios