ধন বা সম্পদ

ধন সম্পদ চিরস্থায়ী না

যে অল্প সম্পত্তি নিয়ে সন্তুষ্ট থাকে সে কখনই গরীব নয়। কেননা সে মনের দিক দিয়ে অনেক বড় এবং সে সৎ কাজে জড়িত। যারা সৎ কাজে অল্প উপার্জন করে তারা খুব সুখী হয়। তাদের জীবন অনেক সুখের থাকে আনন্দে ভরপুর থাকে। তাই জীবনে ভালো কিছু করার জন্য সৎ পথে থেকে উপার্জন করা উচিত।

সম্পদ মানুষকে লোভী এবং অহংকারী করে তোলে। অনেকেই আছে সম্পদ অনেক থাকা সত্ত্বেও আরও সম্পদ বৃদ্ধি করতে চায়। আর এর ফলে অনেক লোভী হয়ে যায় সম্পদের উপর। সম্পদ উপার্জন করার জন্য অনেকেই লোভে পড়ে পাপ কাজ করে ফেলে‌। এবং নানান অপরাধমূলক কাজে জড়িয়ে যায়। এর মাঝে অনেকেই সম্পত্তি অনেক বৃদ্ধি করার জন্য পাপাচার করে ও মিথ্যার আশ্রয় নিয়ে অন্যায়, জুলুম করে ফেলে।

তাই দৈনন্দিন জীবনে যতটুকু সম্পত্তি প্রয়োজন ততটুকু সম্পত্তি নিয়ে সন্তুষ্ট থাকা ভালো। জীবনকে ভালোভাবে উপভোগ করার জন্য শুধু ধনসম্পত্তি প্রয়োজন হয় না। ভালোভাবে থাকার জন্য ভালো মন মানসিকতা প্রয়োজন। যার সৎপথের অল্প সম্পত্তি আছে সে সম্পত্তি নিয়ে সন্তুষ্ট থাকে।

ধন-সম্পদ জীবনের সবকিছু নয়। কেননা অল্প সম্পত্তি সৎ পথের হলে জীবনে ভালো ভাবে চলা যায়। বেশি সম্পত্তি থাকলে বেশি সমস্যায় পড়তে হয়। বেশি সম্পত্তি মানুষকে অহংকারী করে তুলে, অহংকার ভালো নয়, অহংকার মানুষের পতনের মূল। অহংকারী মানুষেরা নিজেদেরকে অনেক বড় মনে করে এবং অন্যদেরকে অত্যাচার করার চেষ্টা করে।

তাই আমরা ধন সম্পদ নিয়ে বেশি অহংকার  করবো না


Badhon Rahman

177 Blog bài viết

Bình luận

📲 Download our app for a better experience!