বাঘের বুদ্ধি আর চাষার চালাকি
এক সময়ের কথা, এক গ্রামে ছিলো এক দরিদ্র চাষা, নাম তার দুলাল। প্রতিদিন সকালে সে মাঠে যেতো চাষ করতে। একদিন সে মাঠে হাল চাষ করছিল, হঠাৎ এক বাঘ এসে হাজির! চোখ রাঙিয়ে বললো, “এই চাষা! তোর গরু খাবো, তারপর তোকে।”
চাষা কাঁপতে কাঁপতে বললো, “বাঘ মশাই, গরু তো খাবেন, আমাকেও খাবেন—তাতে তো আপনার লাভ কিছু নেই! বরং একটা কথা বলি, আপনি যদি শুনেন, তাহলে লাভ আপনিই করবেন।”
বাঘ বললো, “তা কী কথা?”
চাষা বললো, “আমি এক ধরণের জিন বানাতে পারি, যেটা পাহারা দেবে আপনাকে। তখন জঙ্গলের আর কোন প্রাণী আপনার সামনে দাঁড়াতে পারবে না।”
বাঘ বিস্মিত হয়ে জিজ্ঞেস করলো, “সে কীভাবে?”
চাষা বললো, “আমার ঘরে চলুন, আমি আপনাকে সেই জিন বানানোর রহস্য দেখাই।”
বাঘ কিছুটা সন্দেহ করলেও রাজি হলো। চাষা চালাক! সে আগে থেকেই জানতো তার গোয়ালঘরে বড় এক লোহার খাঁচা পড়ে আছে। সে বাঘকে নিয়ে গেলো, আর বললো, “এই খাঁচার ভেতরে ঢুকলেই জিন রূপে রূপান্তর শুরু হবে। একবার ঢুকেই দেখুন!”
বাঘ কিছু না ভেবে ঢুকে পড়লো খাঁচায়। চাষা সাথে সাথেই দরজা আটকে দিলো আর তালা দিলো ঝনঝনিয়ে। বাঘ চেঁচাতে লাগলো, “এ কী করলি রে!”
চাষা হেসে বললো, “এটাই আমার জিন—তুই এখন লোকের দেখার বস্তু, আর আমি গরু বাঁচিয়ে হিরো!”
গ্রামের লোকজন এসে বাঘ দেখে চমকে গেলো, আর চাষার বুদ্ধি দেখে বাহবা দিলো। বাঘ রইলো খাঁচায়, আর দুলাল হলো বুদ্ধির জয়গান গাওয়া চাষা।
এই কিস্সা শেখায়—চালাকির সাথে সাহস থাকলে, বাঘও খাঁচায় ধরা পড়ে!
#sifat10
R T M Noakhali Ariyan Ahamed Raihan:সম্মান করি সেই ভালোবাসাকে🥰
- যার শেষ শব্দ ছিল!🖤
- ইয়া উম্মাতি ইয়া উম্মাতি💙🌼
পাগলা কুমির আর চালাক রাখাল
এক গ্রামে ছিলো এক রাখাল, নাম তার কাশেম। বুদ্ধিতে সে ছিলো অতিশয় চতুর। প্রতিদিন গরু চরাতে যেতো নদীর ধারে। সেই নদীতে থাকতো এক পাগলা কুমির, যার নাম ছিলো গদাধর। গদাধর ছিলো একদম ভিন্ন ধাঁচের—সে মানুষ খেতে চায় না, সে চায় মানুষের বুদ্ধি খেতে!
একদিন, কাশেম গরু চরাচ্ছে এমন সময় কুমির উঠে এলো পানির উপর। গদাধর বললো, “ওরে রাখাল, তোর বুদ্ধি আমি খাইব!”
কাশেম একটু অবাক হলেও ভয় পেলো না। সে বললো, “ঠিক আছে, কিন্তু খাওয়ার আগে তো পরীক্ষা নিতে হবে, আমি সত্যিই বুদ্ধিমান কিনা।”
গদাধর মুচকি হেসে বললো, “বেশ, বল কী পরীক্ষা দিবি?”
কাশেম বললো, “আমি তিনটা ধাঁধা দেবো। যদি তুমি একটাও না পারো, তাহলে তুমি নদীতে ফিরে যাবা এবং আর কখনো মানুষকে ভয় দেখাবা না।”
গদাধর রাজি হলো।
কাশেম ধাঁধা দিলো:
“পেট আছে, মাথা নেই, চলে কিন্তু হাঁটে না—এটা কী?”
গদাধর ভেবে বললো, “হাঁস?”
কাশেম হাসলো, “না, এটা হলো ‘নৌকা।’”
দ্বিতীয় ধাঁধা:
“রাতে থাকে, দিনে পালায়, হাতে ধরা যায় না—কে সে?”
গদাধর চিন্তা করে বললো, “স্বপ্ন!”
কাশেম চমকে গেলো। “ঠিক বলেছো!”
তৃতীয় ধাঁধা দিলো:
“একটাই মুখ, হাজার কথা বলে; তবু মুখ খুলে না—কে সে?”
গদাধর অনেকক্ষণ ভেবে মাথা চুলকাতে লাগলো। শেষে সে বললো, “আমি জানি না!”
কাশেম বললো, “উত্তর—‘রেডিও।’”
শর্ত মতো গদাধর নদীতে ফিরে গেলো, আর কখনো কাউকে ভয় দেখালো না। আর কাশেম? সে হয়ে উঠলো গ্রামের হিরো—রাখাল হলেও বুদ্ধিতে রাজা!
এই কিস্সা শেখায়—শক্তির থেকেও বড় শক্তি হচ্ছে বুদ্ধি।
#sifat10
Nova Titan Aluminium Pergola | Dorsetglassverandas.co.uk
The Nova Titan Aluminium Pergola from Dorsetglassverandas.co.uk combines elegance with functionality, offering a contemporary shading solution for patios and gardens. Its sleek design enhances any outdoor setting.
https://dorsetglassverandas.co.....uk/products/nova-ti
Aluminium Veranda Uk | Dorsetglassverandas.co.uk
Elevate your outside area with the UK-made, top-notch Aluminium Veranda from Dorsetglassverandas.co.uk. Make an aesthetically pleasing and practically useful addition to your house.
https://dorsetglassverandas.co.....uk/products/skyview